বাজারজাত পণ্য সদাই করা যায়
সুলভে বিক্রি হয় কিছু জিনিষ,
নগদমূল্য পরিশোধ করেও কেনে কিছু লোক,
কিছু জিনিষ কেনা গেলেও, বেশ দামী!


চড়া দাম হাকায় নিলামে দেয়া পণ্য
কিছু বিক্রি হয় ন্যায্যমূল্যে,
সহজপ্রাপ্য যা; সবার জন্য তা
হৃদয় কেনা যায় না ক্রয়মূল্যে।


হৃদয় দিয়ে জয় করা যায় হৃদয়; বিনামূল্যে- অমূল্যে।


দাম দিয়ে কেউ কিনতে পারে না যে হৃদয়
শতধারায় বহমান এর ফল্গুধারা বয়,
এক হৃদয়ে আরেক হৃদয় তাই প্রতি হৃদ-স্পন্দনে জেগে রয়।