হাত ধরে হাঁটে কে-রে?
কার হাতের ছায়া;মিলে যাচ্ছে
                             হাতের ভেতরে?
ছায়ার উপরে মিশে,কা'র ছায়া?


কোন সে দোসর, জড়িয়ে ধরছে কোমর?
ছায়ার সাথে ছায়ার বাসর,
                            আলো-আঁধারে।


কানের একপাশ ঘেঁসে;উষ্ণ নিঃশ্বাস!
গ্রীবা বেয়ে গড়িয়ে পড়ছে,তরাশ!
মিলিয়ে যাচ্ছে- - -


ছায়া ছায়া কে,গরম চায়ের পেয়ালা হাতে?
ফুঁ দিতে ই উড়ে যাচ্ছে তার ধোঁয়া,
চোখ বুজে তা গালে, চিবুক, ঠোঁটে মেখে,
পেয়ে যাচ্ছে বেশ তোমার ছোঁয়া।