(ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালীন বন্ধুতায় গড়া-
        প্রিয় বান্ধবীর মনের কথা অবলম্বনে।)
******************************


আমাদের সেই অপেক্ষার দিন টি
কাল অপেক্ষমাণ।
মুছে না যাওয়া অতীত- জারুল রঙ।
মনে ধরে রেখেছে- পরিত্যক্ত নেগেটিভ;
সাদা কালো ছায়াছবি।


সে ছবি প্রকাশ হয়নি,তোলা হয়েছে।
বার বার মন সেই ক্যানভাসে,
কায়া হীন আবছায়া- শত রঙে সাজিয়ে,
একান্ত নিজের ভেবে মিছে সান্ত্বনা খুঁজেছে।


যদিও দেখা যাবে না;সেইসব না দেখা-
দেখতে চাইবার উদগ্র বাসনার ক্ষত,
অবিকল তবু তার;প্রিয় মুহূর্ত!
প্রেম যেখানে অনন্ত;আকাঙ্ক্ষায় বাঁচে,
লুকিয়ে টেনে নেয় প্রশ্বাস,
যেন কেউ না জানে-
মন কা-কে টানে।
কার কাছে চলে যাচ্ছে দ্বিধাহীন;না গিয়ে।


কাজের ব্যস্ততার অজুহাত
যার পাশ কাটিয়ে চলে যাওয়া দ্রুতগতিতে,
বুঝে-ও না বুঝার ভান যার
শত প্রশ্নের ঝড় তুলে মনে
ঘুমতে দেয়নি সারা রাত,
পীড়া দিয়ে গেছে যার স্মৃতি এ যাবত,
তার সাথে কী কাল দেখা হবে?


পাওয়া হয়নি এমন;যা চাওয়ার
দাবী ছিলো, যা নিশ্চিত পাওয়ার কথা ছিলো,
মন শেখেনি তখনো;যে বিষয়গুলো,
সুপ্ত যে অনুভব অনুভুতিগুলো
অদৃশ্য জল পেয়ে চারা থেকে আজ-
বলিষ্ঠ মহীরুহ,
তার কথা ভেবে কাল এসো!
অদৃশ্য অবয়বের সাথে মিলিয়ে
এবার তা'কে খুউব ভালো করে চেয়ে দেখো,
তোমার কল্পনার স্বচ্ছ জল-রঙের শাড়ি জড়িয়ে।