" উচ্চারিত প্রিয়নন্ত "


[কবিতাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগীয় চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে ম্যাগাজিনে প্রকাশিত।]  



ভালবাসার নাম উচ্চারণ করে
যদি,শুয়ে পড়ো শ্যাম ঘাসে
দেখবে,কী বিশ্ময় অপেক্ষা করে আছে!
চোখ বুজে টেনে নিলে;গাছের সবুজ জান,
হৃদ খাঁচার প্রতিবেশী ফুসফুস কেমন-
বেলুন,পাখি হয়ে গেছে!


চোখ মেলতেই- মুক্তোর প্রপাত!
ঝুর ঝুর সাদা পাপড়ি-বৃষ্টি!
মঞ্জরিত চারদিক,মৌ মৌ মুকুলিত ঘ্রাণ!


তলিয়ে দিচ্ছে,না-কী ডুবিয়ে দিচ্ছে
ঠিক বুঝতে পারবে না!
মনে হতে পারে-
ভাসিয়ে নিয়ে যাচ্ছে কেউ কোথাও,
যার ঠিকানা বা গন্তব্য জানার আর
আবশ্যকতা বোধ হচ্ছে না!


নাম উচ্চারণ করতেই সহস্র তারকার
চুম্বন যেন মৌচাকে,
অথচ আক্রমণ নেই,যন্ত্রণা-ও না
কাউকে প্রেম দিয়ে ভালোবাসতে না জানলে,
এমন অভিনব অনুভূতির সাথে কখনো
পরিচয় ই হবে না!