হোয়াং হো'র দুঃখ কী করে;গোমতির সাথে মিলে,
তা জেনেছে-মোহনায় ঠায়-মেঘনা পাড়ের ছেলে।


জল ঘোলা করে যাওয়া- সুরমা'র ছলনা,
সাক্ষী সুবোধ ছেলেটি,
চায়নায় বুৎপত্তি নরম নদীর;চরম দুঃখের সাথি।


সবাই সবাইকে ঠিক বুঝতে পারে না!
সব নদী-জলও এক হয় না।
মন বিজয়ী;অনন্য বোধ যার,
আনন্দে ভরে উঠুক- জন্ম জয়ন্তী তার।


জীবনে আসুক বয়ে- শান্তির সু বাতাস।
নদীতে দিক ডুব সাতার- সুখের রাজহাঁস।