তোমার কান্নার নোনা ঝরে
দু:খবোধ থিতু হতে দাও,
সুমিষ্টতার স্বাদ পাবে।
কান্নারাও ক্লান্ত হবে;তোমাকে কাদিয়ে মজা নিতে।
সব কিছুরই শেষ আছে! আর তাই দু:খেরও
আসতে দাও তাকে তার শেষ প্রান্তিকে।


প্রাপ্তির আশায় হাত না বাড়িয়ে
নিজেকেই নি:শর্তে অবারিত করো!
পাওয়ার আনন্দ যা,
তার চেয়ে অধিক পাওয়া
         অন্যের মুখে হাসি ফুটিয়ে,
         ভালো লাগায় ভরিয়ে দিয়ে।


কেউ যদি আঘাত দিতে থাকে ক্রমাগত,
দেখবে তার সকল কাজ শেষে
তোমাকেই ভালোবেসে;ভুলতে না পেরে
মদ্য পানে, বহু নারী ধুনে, নিকোটিনের ধুম্রজালে পতিত,নিমজ্জিত,পর্যুদস্ত!


বিজয়ে যেমন লেখা থাকে জয়,
পরাজয় ও জয়শুন্য নয়।
প্রকৃত জয় উপনিহিত বৈপরীত্যে,
আর সেখানেই আপাত বিজয়ী হয় প্রকৃত পরাজিত।