ভালোবাসার নাম ভালোবাসা
যেখানে কষ্টের নাম থাকে না লেখা
কষ্ট দিতে কেউ এলে,
ভালোবাসা ঝাঁপিয়ে পড়ে বাঁচাতে,
আগুনে এমনকি গহীন সমুদ্র জলে


ভালোবাসায় কষ্ট আঁচড় রাখে না বলে
মিলনে আনন্দ থাকে,
অভাবেও মুখে লেগে থাকে হাসি,মনে স্ফূর্তী
না পাওয়ার বেদনা থাকে না
বিরহ যাতনাও থাকেনা
থাকে সুখের স্মৃতি, মধুর প্রীতি
অতি পাওয়ার আনন্দাশ্রু
না হারাতে চাওয়ার ব্যগ্রতা
বার বার কাছে পাওয়ার আকুলতা
মানসিক প্রশান্তি ও স্বস্তি


বিরহে যখন কেউ কাঁদে
কাঁদে সে শূন্যতা বোধে,
অতৃপ্ত কামনাই যার কারণ,বেদনা যাপন
কামনায় পেতে চাওয়া যে ভালোবাসা
তার শেষ আছে
দিয়াশলাইয়ের বারুদ যেমন জ্বলে,
জ্বলতে জ্বলতে, জ্বালাতে জ্বালাতে
নিজের দেহকাঠিটিও পোড়ে


ভালোবাসা স্বার্থ নিয়ে না,
কামনার দহনেও না
যে কোনো উপায়ে;ভালোবাসা থাকে একসাথে
বন্ধনহীন বাঁধনে বেঁধে,
ভালোবাসা তাই টের পাওয়া যায়;মনে-মনে
নিজের মনই তাকে জানান দিয়ে;প্রমানসূত্রে বাঁধে,
এ যেন বিনিসুতোর মালায় গাঁথে;অদৃশ্যে


ভালোবাসা ভালোবেসে আগলে রাখে,
লাভ ক্ষতির হিসেব নিকেশে বসে না
পারলে উপকারই করে,ক্ষতি করে না
ভাঙ্গন ধরায় না, নিজেও সরে যায় না
কষ্ট দেয় না!
ভালোবাসায় ভালোবাসা থাকে,কষ্ট থাকে না!


প্রেম যদি দাও;ভালোবেসে,
মানুষ মানুষে,মানুষে পশুতে;দাও তা নি:স্বার্থে,
খুঁজে পাবে অরূপের রূপ তবে স্বরূপে