একটি ক্ষরণ নিয়ত যেন; ঝর্নার জলে ঝরে,
একটি চাওয়া দিবা নিশি গুমড়ে গুমড়ে মরে।
ক্ষতি নেই তাতে!
ভালবাসলে মন হয়ে যায় আকাশ, যৌবন সমুদ্র
মহাসমুদ্রে মিলন আকাঙ্ক্ষা ছাড়া-
সে আর কোন ইচ্ছা পুষে রাখে না।


না পাওয়ার যে দহন পোড়ায় নিদাঘের দাঘে,
তাকে মরুর সূর্য বলো কতটুকুইবা আর পোড়াবে?
যে উত্তাপে গলে যেতে পারে লোহার দেহ,
তার চেয়েও হৃদয় হয়ে গেছে উত্তাপসহ।
যে তৃষ্ণা পান করে নিতে চায় বিষ জলীয়,
তার চেয়েও মন; অধিক তৃষ্ণাবহ।


চাতকী মন তার মেঘ-জল না পেলে আর
পানের ইচ্ছা রাখে না!