কে দেখে কা'র হাসি?
খুশির ঝর্ণা!হাসছে খুকি,
ফোকলা দাঁতে,মিষ্টি শব্দে মিহি!
এক ঝুড়ি ফুল পেয়ে।


ফুলের ডাটা ধরে আছে- নরম হাতটি,
খুকির হাসিতে- মিলেছে নিঃশব্দ হাসি,
ডাগর গোলাপ- হেসে-
                   লাল,গোলাপী।