কোথাও না থেকে কী ভাবে আছে?
অহোরাত্র একাকী কী করে বাঁচে?


যে জয় করার;সে জয়ী হতে পারে
                    বোতাম না খুলে ও,
মন চলে যায় বিনা বাধায় মনে,
                    দরজা জানালা না পেলেও


তোমায় ডাকে নি যে একবারও!
আসোনি যার খিল আটা দরজা র কাছে,
কী অদ্ভুত বিহংগিনি সে!
তোলপাড় সময় কাটে এখন তার সাথে;
পড়ন্ত বিকেলে র মুখর বারান্দা তে।