দন্ডায়মান জায়নামাজে
সারি সারি সুতোর ঝালর সাক্ষী,
অন্তর রয়েছে ওদের রোগ,
ভুল আর মনগড়া নিজস্ব ভ্রান্তি,
প্রত্যক্ষ আলো থেকে ফিরিয়ে রাখা মুখে
তাই ওরা মিথ্যে রচে,বলে
             - এতো আঁধার চারিদিকে!
               ভালবাসে নাই লোকে!


কুম্ভিরাশ্রু র প্রতিটি জলকণা র রঙ জানায় সত্য,
ওদের গায়ে অন্য রমণী ধোয়া জল,
মাখে ভিন দেশী উৎকট ঘ্রাণে র আতর


সুরভী মেলে না পদ-দলিত
প্রথম ফুলের,
তারা সামাল দিতে ব্যস্ত
যে যার নিজস্ব ঘর l
কৌশলে কখন যে মুছে নিয়েছে;
বকুল,রমিজা,রজব,পিয়ারীর সোম রস!
বিকৃত রুচির পুরুষ উপগত পুরুষে l


সমাজে ওরা লেবাসে ভদ্দরনোক!
কপটতা আর ভান ই যাদের রূপ,
যতই চেনাও পথ, শুধরাবে না!
অহংকার আর ক্ষমতা দম্ভে যেন
গন্ডারের চামড়া গড়া!