স্বপ্ন,
ক‌তোকাল দেখিনা তোমায়
‌ নিশ্চয় ভা‌লো আ‌ছো।
তু‌মি তো সু‌খের প‌থিক,
‌ যে‌দি‌কে সুখ আ‌ছে, সে‌দি‌কেই তু‌মি
দুঃখ তোমায় ছু‌তে ও পায় না
তাহ‌লে কী দুঃ‌খের সা‌থে তোমার আ‌ড়ি?
>>>>>><<<<<<<
আ‌মি আর দুঃখ এখন একই পাড়‌ায় থা‌কি,
প্র‌তি‌দিন ই সকাল বিকাল আমা‌দের দেখা হয়,
মা‌ঝে মা‌ঝে রা‌তে তো ও আমার সা‌থেই থা‌কে।
ওর আমা‌কে বড্ড ভা‌লো লা‌গে।
>>>>>><<<<<<
আচ্ছা স্বপ্ন,
নীড়ার সা‌থে কী তোমার এখন দ্যখা হয়?
নীড়া কী এখনও লাইট জ্বা‌লি‌য়ে ঘুমায়?
অ‌নেক‌দিন হলো ওর কোনও খেঁাজ নেই।
ভা‌লোবাসার মলা‌টে আ‌মি একগুচ্ছ সুখ পা‌ঠি‌য়ে‌ছিলাম
নীড়া কী পে‌য়ে‌ছে সেগু‌লো?
>>>>>>>><<<<<<
ফি‌রে এ‌সো স্বপ্ন,
দুঃখ আজ অ‌ভিমান ভু‌লে
‌ তোমার ছোয়াই সুখ হ‌তে চায়।
নীড়া কে ব‌লে এ‌সো, এখনও আ‌ছি অ‌পেক্ষায়।
স্বপ্ন, ফি‌রে এ‌সো,
নীড়া, প্লিজ তুই ও ফি‌রে আয়।