‌ তো‌কে খুব ম‌নে প‌ড়ে রে নীরা
আর,
তোর সা‌থে কাটা‌নো সেই সময় গু‌লো।
‌ তোর ম‌নে আ‌ছে নীরা, সেই দিন‌টির কথা
বস‌ন্তের প্রার‌ম্ভের সেই দিন টি।
কতই‌ না ব‌কে ছি‌লি তুই আমা‌কে,
‌ তো‌কে অ‌পেক্ষা ক‌রি‌য়ে ছিলাম,
এটাই ছি‌লো আমার অপরাধ।
কিন্তু তুই জা‌নিস না,
আ‌মি তো‌কে আড়াল থে‌কে
‌ দেখ‌তে ছিলাম।
বস‌ন্তের পরন্ত বি‌কে‌লে,
মাতাল হাওয়াই বাঁধাহীন উড়‌তে‌ছি‌লো,
তোর মেঘবরণ চুল,
তোর ওষ্ঠ ও অধোর ছুয়ে চিবুকে
ব‌সে‌ছি‌লো হাজার র‌ঙের মেল‌া
কী অপরুপ ই না লাগুছি‌লো তো‌কে!
ব্যলা গ‌ড়ি‌য়ে যখন সন্ধা নাম‌বে,
তখনও তু‌ই অ‌পেক্ষার প্রহর গুনছিস
অতপড় চার চো‌খের মিলন,
অবুঝ শিশুর মত তোর কান্না,
প্রাইমারির রা‌গি শি‌ক্ষিক‌ার মত স‌াশন।
‌ তো‌কে কখনও বলা হয় নি,
  য‌দি অ‌পেক্ষা না করাতাম,
তাহলে কী তো‌র এই রূপ দেখ‌তে পেত‌াম!
>>>>>>>><<<<<<<<<<<
তোকে খুব ম‌নে প‌ড়ে রে নীরা
আর,
‌ তোর লেখা সেই চি‌ঠিগু‌লো।
‌ তোর ম‌নে আ‌ছে সেই চিঠিটার কথা?
ক‌লে‌জের দ্বিতীয় ব‌র্ষে পড়ত‌াম তখন।
আমা‌কে লেখা তোর চি‌ঠি নি‌য়ে হুলুস্তুল কান্ড,
অতপর অধ্য‌ক্ষের রু‌মে গি‌য়ে নির্ল‌জ্জের মত স্বিকার‌ক্তি।
কী লজ্জাটায় না পে‌য়ে‌ছিলাম সে‌দিন।
‌ তোর সেই চিঠি‌টি এখনও আ‌ছে।
তোর সেই এক কা‌নের দুল, এক পা‌য়ের নুপুর, চু‌লের কাটা, খুব য‌ত্নে রে‌খে‌ছি রে।
আবার তুই কবে আস‌বি রে নীরা?
একসা‌থে বটতলায় ব‌সে কবে গল্প কর‌বো?
‌ অনেক কথা জ‌মে আ‌ছে যে।
তো‌কে সত্যি খুব ম‌নে প‌ড়ে রে___
ভিষন_____