আমি অভিমানী,
তুমি কখনও বোঝনি আমায়,
সকল ভালোবাসা কে তুচ্ছ করে
চলে গ্যছো দুরে।
হয়তবা ভেবেছো রাগ করেই তোমার সাথে
যোগাযোগ রাখিনাই,
‌ কিন্তু তুমি জানোনা,
আমি প্রচন্ড অভিমানী।
*
*
আমি অনুরাগি তোমার প্রেমে,
তুমি খুজনি আমার প্রেম কে,
শুধু খুজেছো আমার ত্রুটি।
ভালোবাসা নামক নাটকে তুমি
সব সময় ই জয়ী।
কিন্তু তুমি জানোনা আমি হারের মাঝে খুজে নিয়েছি
আমার জয়,
আমি প্রচন্ড অভিমানী।
*
*
আজ আর কোনও আসা বা প্রত্যাশা
নেই,
আজ অভিমান এর কাছে হার মেনেছে
ভালোবাসা,
‌ তোমার থেকে আজ অনেক দুরে এসেও
ভাবছি
আমি সত্যিই অনেক অভিমানী।
*
*
ভালো থেকো তুমি,
ভুলে যেও আমায়,
যদিও হয়তো রাখনি আমায় মনে।
সাজিয়েছো জীবন হয়তো,
অন্য কোনও নিড়ে,
নূতন কোনও সুরে।
‌ কিন্তু আমি এখনও প্রচন্ড অভিমানি।
*
*
অভিমান নিয়েই দুর থেকে,
স্বার্থপরের মতো
একা একাই ভালোবেসে যাবো তোমাকে,
শুধু তোমাকে।
ভালোআছি অভিমান নিয়ে
ভালো থেকো।