অলস-কুঁড়ে বীর
নিরুদ্যম শরীর।
সাধু-বাবা-পীর _
লক্ষ্মী সোনা মীর।


ওঠ'না বাবা বীর
ঝরছে মেঘের নীর।
দেখ'না এসে মীর_
ওঠে বস্ স্থির ।


উচ্চ করে শির _
হতে হবে বীর।
জুমলে পাপীর ভিড়,
মারবি জোরে তীর।


দুনিয়া তোর নীড়,
অন্ধকার-তিমির।
কুঁড়ে পাতা ছিঁড় _
জেগে ওঠেক বীর।


- ছড়া কবিতা ।