গভীর সে রজনীতে বসিয়া রাখিয়া-
সেই যে গেলে গো তুমি ওভাবে হারিয়া ।
মন তাই কালো মেঘে গিয়াছে ঢাকিয়া,
কেন গো ডাকো’না আর একটু্ও হাসিয়া !
আকুল মন আমার বাকুল হয়েছে-
রক্ত ঝরিয়া আজ, সে বায়না ধরেছে ।
অতল গভীরে গিয়ে তোমারে দেখিবে-
ফুলের মালাতে বেঁধে তোমারে তুলিবে ।
এভাবে পারেনা মন একেলা চলিতে-
বহু কোশ দুর থেকে অবেলা ফিরিতে !
ডেকো’না ওভাবে মোরে দুরেতে থাকিয়া-
একটুখানি দেখো’না গো চোখ-টা মেলিয়া ।
বোবার বিরহ মন কাঁদ-ছে ফাঁপিয়া-
হাত-টা ধর’না প্রিয় এক-টু আসিয়া ।


- ( ব্যতিক্রমী সনেট ) ।