স্বাপদসংকুল অরণ্যে চলেছি একাকী
তরুণী সুশীলা মেয়ে হয়েছি হিতৈষী।
ত্রিযামার আঁধারেতে নির্জনে ষোড়শী
জোনাকীর আলোতেই তব মুখ দেখি।
তবুও হইনি কারো রজনী শ্রেয়সী
কেমনে হইবো বলো সময় তো হয়নি ?
ওঁচলা নন্দিনী আমি প্রদীপ জ্বলেনি
পারিনি হইতে আজো প্রিয় সে প্রিয়সী।
বসিয়া ভাবিতে থাকি কন্টকী তরুতে
কুসুম ফুঁটিবে বুঝি আগামী বছরে।
বৃষ্টি ঝরিবে আবার শুকনো মরুতে
একাকীনীর কাকলি বাঁজিবে কণ্ঠতে।
বসিয়া থাকিব মোরা ফুলের বাসরে
ফুল দিবো কবরীতে মধুর তিথিতে।