অতুলনীয় সে বিশ্বপতি- ঐ মালিক যিনি,
অদ্ভূত সম্পর্ক সৃষ্টি করেছেন তিনি।
তুলনা হয় না তাঁর ভবে, আছেন উপরে-
রহমতের ভান্ডার নিয়ে আরশে আজীমে।
ভাবি যখন এসব কথা নিরালা নির্জনে,
দেখিনি যারে নয়ন ভবে, কেন রাখি মনে।
এ কেমন অদ্ভুত সম্পর্ক গড়লে মা'বুদ,
তোমার ইবাদতে অনীহা, আমরা নির্বোধ।
কতোই না বুঝি; পাপ করেছি প্রকাশ্যে গোপনে,
ক্ষমা করে দিও হে মা'বুদ- এই রমজানে।
সকল পিতা-মাতার সুখ করছি কামনা,
ফিরাইয়া দিও না হে মা'বুদ মোদের প্রার্থনা।