গাঁথনি আমায় নিয়ে মালা
পাইনি দেবতার চরণের স্পর্শ,
বারে বারে প্রত্যাখিত হই।
তবু এই স্পর্ধিত হৃদয়ে-
বন-ফুল হয়ে ফুটে রই।


জানি এই ক্ষীণ উপস্থিতি,
ক্ষীণ তর হয় আরো-
তোমাদের পুষ্পিত প্রকাশে।
তবু আমি ফুটবই যেন
ছড়াবো সৌরভ এ-বাতাসে।


আমার কবিতা-ছবি সবই
তোমাদের বাগানের কোণে-
বন-ফুল হয়ে ফুটে রয়।
যেন সব কিছু যাব সয়ে
উপেক্ষায় ভরেছে হৃদয়।