এসো এসো দখিন বাতাস ধেয়ে
দরজা খুলে আলো ঢুকুক ঘরে,
হাস্নু হানার গন্ধ গেছে ছেয়ে
বাকি কথা না হয় হবে পরে।


অনেক দিনের পরে তুমি এলে,
অনেক সময় হয়ে গেছে পার।
তার কথা কি জানতে কিছু পেলে,
গিয়ে ছিলে খবর নিতে যার?


জোৎস্না আজও নামে কি সেই পথে,
যেখানে তার পায়ের চিহ্ন পরে?
তারার আলো সুদূর আকাশ হতে -
চেয়ে আজও থাকে কি তার তরে?


দক্ষিণ বাতাস একটু শুনে যাও
কাটিয়ে দিয়ে সকল সংশয়,
ব'লো তারে দেখতে যদি পাও,
সকল ভালো আমার জন্য নয়।


এক জীবনে হয়না সকল পাওয়া,
যেটুক পেলাম সেটুক নিলাম সাথে।
সঙ্গে আমার থাকল দক্ষিণ হাওয়া,
স্মৃতি মুখর মায়াবী জোৎস্নাতে।


*স্বর বৃত্ত ছন্দ
© সন্তোষ দেবনাথ ২৫-০২-২০২৩