পথিক ওগো! ক্ষনিক দ্যাখো ফিরে,
আকাশ আজ একটু বেশি নীল।
খুঁজছো যাকে, শহর ঘেরা ভীড়ে,
মেঘের সাথে, আছে যে তার মিল।


মিলের মাঝে অমিল আছে কিছু,
দেখতে পাবে সাগরে ডুব দিয়ে,
খুঁজতে গেলে, পাহাড় ডাকে পিছু,
কুয়াশা মেঘ, মনটা গেছে নিয়ে।


এখানে আজ থমকে গেছে পথ
অরণ্য সব, মনে তে ভীড় করে
মেদিনী গ্রাস করছে যার রথ
শিকড়ে তার সজোরে টান পরে।


মাটির নীচে সকল ছিল ঢেকে
আজকে মাটি সরলে কিছু নেই
উপড়ে মাটি গাছটি গেছে বেঁকে
কিছুটা তার শিকড় ছিড়তেই।


পথিক দ্যাখো ! আঁধার গেছে টুটে
এখানে মন পেতেছে ঝাউ বন
মেঘের সাথে কেবল চলে ছুটে
পথের ধুলো সঙ্গী সারাক্ষন।


আকাশে তার ছড়িয়ে আলো রেখা
কুয়াশা তার গভীর বুকে থাকে
কিছুটা তার যদিও যায় দেখা
বাকিটা তার শরীর ঢেকে রাখে।


সাগর বেলা ঝিনুক জড়ো করে
পায়ের চলা জলেতে যায় ধুয়ে
কুয়াশা ভোর বিদায় হলে পরে
বালুর তট আলোয় থাকে শুয়ে।


এখানে আজ শান্ত আলো ধীরে
রেখেছে তার বুকেতে ঝাউ মন
খুঁজছো যাকে, শহর ঘেরা ভীড়ে,
আসলে সেই হয়েছে ঝাউ বন।


* মাত্রা বৃত্তে ৫ - এর ছন্দ
   ৩+২ /  ৩+২  / ২ বাড়তি পর্ব
© সন্তোষ দেবনাথ ০৩-০১-২০২৩