[ স্বর বৃত্ত ছন্দ  ৪+৪+৪+২ মাত্রা ]


অনেক বছর হলো দু-জন একই সঙ্গে থাকি,
ওরা বলে আমি নাকি কান্না পুষে রাখি।


রাখা তোমায় সহজ কথা? মোচড় মারে বুকে
সকল আগল খুলে গিয়ে চোখ ভেসে যায় সুখে।  


সুখের কথায় পড়ল মনে মায়ের আঁচল খানি
শুকনো চোখে পারলে পরে বৃষ্টি ডেকে আনি।


বৃষ্টি পরে টাপুর-টুপুর মেঘের ডাকে ডাকে
ছেলে বেলা ছড়ানো যে পথের বাঁকে বাঁকে।


পথের মাঝে হঠাৎ সেদিন তোমার সঙ্গে দেখা
বললে জীবন বড়োই কঠিন, কঠিন বাঁচা একা।


একা আমরা সবাই যেন, অনেক অনেক ভিড়ে
ছিলাম তোমার অপেক্ষাতে  এলে না আর ফিরে।


ফিরে দেখা হলো না আর পথ এগিয়ে চলে
ঝিনুক চাপা কান্না গুলো মুক্ত হয়ে ফলে।