ছুটছে সব-ই বিশ্ব জুড়ে
      সাগর পাহাড় ঘর বাড়ি
বন বনা বন যাচ্ছে ঘুরে
      দেখ-রে কেমন ঝক-মারি।


আপন ঘোরায় ঘূর্ণি ঘোরে
     সফেদ ফেনায় ঢেউ খালি
উথাল-পাথাল উর্নি ওড়ে
     তাঁর-ই বাগান, সেই মালী


বাগান তাহার ছন্দে গাঁথা
     মায়ার সুতোয় ফুল মালা
জীবন মরণ নিত্য সেথা
     এর পরে তাঁর ওর পালা।


ছুটছে সব-ই, স্তব্ধ তবু
     সাগর পাড়ের তাল সারি
ভাবছে সবাই মুক্ত, তবু
     খাঁচার ভিতর আজ তাঁরি।


নাচছে সবাই দিব্যি মিছে
    কেউ বুঝি দেয় কর-তালি
আসল কথায় সত্যি কি যে
      যোগ বা বিয়োগ হাত খালি।


*ছন্দ বৈশিষ্ট্য:
কবিতাটি একটু পরীক্ষা মূলক ভাবে একই সাথে দুটি ছন্দে লেখা ।
স্বর বৃত্ত: ৪+৪/৪+৩ এর ছন্দ
অক্ষর বৃত্ত: ৪+৪+২ এর ছন্দ
© সন্তোষ দেবনাথ ২৪-১২-২০২২