কুয়াশায় আধ ফোটা সূর্যের ভোর
ব‍্যস্ত মানুষের কাজে যাওয়ার তাড়া।
বাস স্ট‍্যান্ডে ভিড়; যাত্রী ভরে বুকের পাঁজরে
ছুটে চলা রোজকার গন্তব্যের পথে।
আঁকা-বাঁকা পথ, খাল-বিল, নদী পেড়িয়ে
যাত্রী ওঠে, যাত্রী নামে, ছন্দময় আপন গতিতে।
এ-এক রোজকার চেনা সুর, রোজের ঘটনা।
মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায় সন্তান,
কেউ আধো ঘুমে ঢুলে পড়ে  আবার সটান।


চালকের কর্তব্য বড়ই কঠিন-  
এই চেনা ছন্দ কেটে যায় এত টুকু ভুলে।
একটি ফোন কল, হাতেতে গতির  নিয়ন্ত্রণ
ভুলে গেলে সবই, এতগুলো জীবন,
এতগুলো পরিবার নিয়ে একি ছিনি-মিনি?
হঠাৎ ঝাকুনি, আর গেলো-গেলো রব
সেতু ভেঙে গভীর নদীতে, থেমে গেলো সবই।
কত মা হারাল সন্তান, কত সিঁথি হয়ে গেলো সাদা  
কত শিশুর ভবিষ্যত অনিশ্চিত, লাশের মিছিলে।