তুমি তো শাশ্বত, আমি যে নশ্বর,
পূর্ণতায় আমি নেই, অপূর্ণতা চাই,
অচ্ছুৎ-অস্পৃশ্য যারা, আমার দোসর
প্রাণহীন অমরত্ব, বৃথা সবটাই।


মেঘ মুক্ত নীলাকাশ ভালো যে লাগে না,
আমার আকাশে থাক, মেঘের প্লাবন।
একা-ফোটা ফুলে, আর মন যে জাগে না,
ফুলে ফুলে হোক ভোমরের আগমন।


ওই আলো হীন গলির বাতাস এসো-
এত টুকু অস্পৃশ্যের স্পর্শ দিয়ে যাও।
দেবী নয়, হে মানবী! তুমি ভালোবেসো-
যদি নিজেকে এ-কলঙ্কে ভরাতে চাও।


আমাকে দেবত্ব যেন না ছোঁয় কখনো,
মানুষের গন্ধে ভরে থাক এ শরীর।
অস্পৃশ্য নয় কি ও-পাথর জীবনও-
যেখানে প্রবেশ নেই এই ধরণীর?


প্রাণহীন মূর্তি হয়ে প্রস্তর অক্ষয়,
নিষ্কলুষ পবিত্রতা, পূজা করি যার,
তুমিও চাওনা জানি, সেই দেবালয়-
যেখানে সবার নেই প্রবেশাধিকার।


**অক্ষর বৃত্ত ছন্দ