পলাশ প্রিয়া মাগো, আমার
বিদ‍্যেবতী মা!
অন্ধকার
এ প্রাণের পরে
জ্বালাও জ্ঞানের শিখা।


দীপ্তি জাগুক সুপ্ত প্রাণে।
তোমার আবাহনে-
ছন্দে-সুরে, রঙে
গাঁদা ফুটুক'
পলাশ ভরুক শাখা।


হৃদয় মাঝে চরণ রাখো,
মাগো!
তোমার করুণা স্পর্শে
আমার দৈন‍্যতা; ভেঙে আজ
হোক খান-খান।


শত-চূর্ণ অজ্ঞানতার পাঁকে
ফোটাও শ্বেত পদ্ম।
তোমার আশীষ ধারা
বয়ে যাক নিরন্তর,
শ্বাশত, চির অনির্বাণ।


শুভ্র আলোর প্রকাশে,
ধুয়ে দাও কালো সব,
মুছে দাও
আজ আমার-
সমর্পিত অজ্ঞ-অহংকার।


ঘোচাও আঁধার এই।
জ্ঞান দাও, বিদ‍্যা দাও
পূর্ণ করো এজীবন,
বাজুক-
জ্ঞান-বীনার ঝংকার।