সফলতার মানে সবাই
নিজের মতন বুঝি,
আমার কাছে সফলতা
সবার রুটি রুজি।


মুচি-মেথর, অফিস বাবু
কেউ আলাদা নই,
নিজে নিজে মহৎ ভেবে
হাসির খোরাক হই।


চাষী যদি চাষ না করে
মাটির সুধা রসে,
শুকনো মুখে কি হবে আর
রেস্টুরেন্টে বসে?


কেউ ছোটো নই, কেউ বড়ো নই
সক্কলে ভাই ভাই,
সবাই সবার কাজ করে এই
পেট চালাতে চাই।


রাজপথে যার পাত পরে না
আঁধার গলি-ঘুঁজি,
তার কাছেতেও সফলতা
নিজের রুটি রুজি।


*স্বর বৃত্ত ছন্দ
© সন্তোষ দেবনাথ ২১-০২-২০২৩