তুমি জন্মেছিলে যেদিন_
ধন্য হয়েছিল দিনপঞ্জিকা
ধন্য হয়েছিল নভেম্বর,
ধন্য হয়েছিল সংখ্যা উনিশ।
তুমি জন্মেছিলে যেদিন_
সকাল ছিল উষ্ণ-শীতল
দুপুর ছিল রোদেলা
রাতের জ্যোৎস্না ছিল,
লজ্জিত আর অর্ধনমিত।
তুমি জন্মেছিলে যেদিন_
প্রকৃতি তোমায় দিয়েছিল নির্মলতা,সরলতা আর
লুকায়িত একটি আবেগী মন।
মনকে করেছিল,
অপ্রকাশিত ভালবাসায় পূর্ণ।
তুমি জন্মেছিলে যেদিন_
আমার একক সত্ত্বা পেয়েছিল পূর্ণতা,
পেয়েছিল আরাধ্য দ্বি-সত্ত্বা।
তুমি জন্মেছিলে যেদিন_
সেদিন থেকে প্রাণের সঞ্চার আজ
দুই যুগ পেরিয়ে।
গুনে গুনে চব্বিশটা বছর।
সেদিন চাঁদের বুড়ি বলেছিল_
শুভ জন্মদিন গুল্লু-মুল্লু।
পঁচিশের দ্বারে দাঁড়ানো তোমায় বলছি আমি আজ
গুল্লু-মুল্লু _ শুভ জন্মদিন _ আসুক নতুন প্রভাত।