বন্ধুত্বের  মায়া যেমন টের পাওয়া যায়,ঠিক তেমনি ভালবাসার প্রথম অধ্যায় ভাবনায় প্রকাশ পায়।
সত্যি কি খুভ বেসি ভাবছি তোমায়??ভালবাসার মায়ায় দিন শেষে তোমার অপেক্ষায়।
প্রিয়ন্তির ভাবনায় আমি কোথায়??প্রেমিক হওয়ার অপেক্ষায়।
কেমন হয় যদি শীতের কোনো এক বিকেলে ঘুরে আসি শহর ছারিয়ে প্রিয়ন্তির ভাবনায়, পাহাড়ের  দেশে সবুজের মাঝে।
কুঁয়াশায় মোড়ানো  পাহাড়ে মেঘ ছারিয়ে ভাবনার দেশে।
এক কাপ চা খেতে খেতে পাহাড়ের ঘুম ভেঙে  জেগে ওঠা দেখব কুঁয়াশা কাটিয়ে।
সকালের রোদ গায়ে মাখব, আদ্রতা কমিয়ে উষ্ণ  হব।
তোমার হৃদয় পানে তাকিয়ে তোমার ভাবনায় আমায় খুজব।
যানি এ সময় কবিতা লিখতে ব্যাস্ত তুমি,লেখিকার বেসে কাগজ কলমের ভালবাসায় লিপিবদ্ধ হচ্ছি আমি তোমার ভাবনায়,কাগজের পাতায়।
রুপ কথার মত তোমার ভালবাসা আমায় হাতছানি দেয়,তখন আমি তোমার প্রেমিক হয়ার অপেক্ষায়।
তোমার কি মনে আছে?? চুপি চুপি  ফিস ফিস করে বলেছিলে আমি তুমি প্রেমিক প্রেমিকার বেসে,শারি,চুরি,পাঞ্জাবি, টিপ আর হাতে হাত রেখে ভালবাসব সারাজীবন ধরে।
আজকে তোমাকে ভাল রাখার দায়িত্ব আমার,হক সেটা ভালবেসে।
তবে কেনো সব কিছু বলছ ভাবনায় এসে প্রেমিকার বেসে??
প্রিয়ন্তির ভাবনায় আমি শুধু প্রেমিক হতে চাই।