সমাজের ভুলে ভুল শিখি।
পরিবেশ গুনে ভাষা করি।
মায়ের মুখ থেকে প্রথম ভাষা শিখি।
বাবার কাছে পেশা।
যাকে দেখি তাকে দেখে শিখি।
শিক্ষক মূল্যায়ন করি  ডিগ্রিতে।
টাকা দিয়ে মেটাই তার মূল্য।
ছাএ মূল্যায়ন করি রেজাল্টে।
সৌন্দর্য মূল্যায়ন করি সাদায়।
কলমের মূল্যায়ন কালিতে।
মানুষের মূল্যায়ন পোশাকে/পেশায়।
সমাজের ভুলে ভুল  শিখি।
হয়তো  আমি ও অন্যকে ভুল শিখাই।