এখনো মানুষ দিনের শেষে
ভিক্ষার ঝুলি জড়িয়ে ধরে
ঘুমায় কোনো রাস্তার ধারে
অথবা সিঁড়ির নিচে,
স্বাধীন দেশে!


ঘুমায় মানুষ
কুকুরের পাশে,
মানুষ হয়েও
মানুষ নয় সে,
অমানবিকতার ছায়াতলে
স্বাধীন দেশে!


হাজারো মানুষ খোঁজে অন্ন,
একা যে অন্ন নর্দমায় পালায়
পুঁজিবাদী প্রথায়
দানবীর কোনো মহামান্য।


পুতুলের গায়ে স্বর্ণালঙ্কার,
মহামূল্যবান বস্ত্রে সাজানো
সারি সারি পুতুল
চেয়ে আছে হেসে হেসে,
জীবন্ত প্রাণ তাকিয়ে আছে
জীর্ণ বস্ত্রে অনাহারে,
স্বাধীন দেশে!


মানবতা এখন মুখস্থ কথা
শিক্ষা নিয়ে হচ্ছে ব্যবসা
টাকা যার, তার চিকিৎসা
উন্নয়নের মহাসড়কে,
স্বাধীন দেশে!
আছি আমরা
স্বাধীন দেশে!!


(15-03-17 Wednesday)