বৈদেশী!! তুমি কি জানো?
এহনও আমি প্রতি রাইতে স্বপন দেহি
স্বপনে তোমারে দেহি, আন্ধার ঘরে
তোমারে হাতড়াইয়া বেড়াই, যেহানে
আমরা দু'জন একাকার হইছিলাম।
ঘরের পিছনের শুকনা পাতার মড়মড়
আওয়াজে এখনও আমার চিত্ত চমকাইয়া উঠে।
যখন তুমি আমার কাছাকাছি ছিলা
তখন তুমি অনেক দূরে ছিলা, আইজ তুমি
দূরে থাইক্কাও আমার খুব কাছে চইলা আসছো।
দূরত্বের সীমানা আইজ অনেক দূর পর্যন্ত গড়ায়া গেছে,
তোমার আর আমার মাঝে একটা শূন্যতা সৃষ্টি হইছে
যদি কোনদিন সময় পাও তয় একবার আইসা পূরন কইরা দিও
আর একটাবার তুমি খিড়কিটা খুইলা দেহ
দূরে একটু কান পাত, শুনতাছো ? শুনতাছো না?
আমার হৃদয়ের হাহাকার আর্তনাদ এর শব্দ, শুনাতাছো না তুমি?