কিছু শব্দ যদি আমার জন্য রেখে যেতে, আমিও
হতাম তোমাদের মত বিশ্ব কিংবা বিদ্রোহী কবি।
কিছু ভালোবাসা যদি আমার জন্য ফেলে যেতে,
আমি কুড়িয়ে সেগুলোকে যতন করে রেখে দিতাম।


কিছু প্রেম যদি আমার জন্য রেখে যেতে, আমিও
আমার প্রিয়তমাদের উজাড় করে বিলিয়ে দিতাম।
কিছু কষ্ট যদি আমার জন্য তুলে রাখতে, আমি
ফর্সা রমনীদের দেয়া ব্যাথা অনুভব করতে পারতাম।


কিছু বৃষ্টির জল যদি আমার জন্য ধরে রাখতে,
আমি বর্ষার নবধারা জলে স্নান করতে পারতাম।
কিছু উপমা যদি আমার জন্য না লিখে রেখে দিতে,
তবে আমিও নিবেদন করতে পারতাম তাদেরকে।


কিছু বাহবা যদি আমার জন্য পুরোনো সিন্ধুকে ভরে রাখতে,
তাহলে আমাকে আজ চিৎকার করে বলতে হতোনা-
"আমিও বেদনায় অঙ্কুরিত
একটি কষ্টের কবিতা লিখেছি,
শুনে যাও, শুনে যাও হে পাঠক শুনে যাও!!"