আমি পথ!
তোমরা আমার বুক মাড়িয়ে
চলে গেছো দূরে, বহুদূরে
কোন শহর কিংবা নগরে;
তারপর ফিরেও দেখনা পিছনে,
তোমাদের পদধূলি পড়েনা আমার বুকে।


তোমরা কি ভুলেগেছো?
আমার বুকের পথ ধরে গিয়েছিলে-
স্কুলে বা কলেজে, মাঠে বা বাজারে
তখন কি ভেবেছো একবার, আমি না থাকলে
কি হতো তোমাদের; আজ আমি
জরাজীর্ন, ভেঙ্গে পড়েছে দু'পাশ।


তবুও আমি জানি
আমার চার পাশে আছে প্রকৃতি,
আমি নিঃশ্বাস ফেলি স্বতেজ;
তোমরা কৃত্তিম খোলসে আবৃত,
তোমাদের ভিতরটা হয়ে গেছে,
নগরির আবহাওয়ায় নিস্তেজ।