দু'ফোটা জল হবি দিদি? দু'ফোটা জল!
তিয়াষে বুকটা ফাডি যায় মোর,
একটু কি মমতা হবিনা তোর!
আশায় চাইয়া থাকি, কিছু একটা বল,
দু'ফোটা জল হবি দিদি? দু'ফোটা জল!


ফসলের মাঠ আজ খাঁখাঁ মরু
জলের অভাবে চাইরদিকে নাই কোন তরু,
দুদিন হলো চাওয়ালডার বাপ ঘর ছাড়া
চাইরডা মানুষ না খাইয়া পইড়া আছে মড়া,
আশায় চাইয়া থাকি, কিছু একটা বল,
দু'ফোটা জল হবি দিদি? দু'ফোটা জল!


মোর বইনে তোরে লয়েছিলো বুকে টানি,
বিনিময়ে চাইয়ে ছিলো একটুখানি পানি।
ঐ পাড় থেইক্কা একবার চাইয়া দেখ,
ফারাক্কার হাহাকার, আর
তিস্তার বুক ভিজাই চোখের জলে
আশায় চাইয়া থাকি, কিছু একটা বল,
দু'ফোটা জল হবি দিদি? দু'ফোটা জল!!