শেষ পর্যন্ত তোমায় নিয়ে গল্পটা লিখেই ফেললাম,
পান্ডুলিপিটাও মোটামুটি তৈরী হয়ে গেছে, এখন একজন
প্রকাশক দেখে ভালোয় ভালোয় প্রকাশ করতে পারলেই হলো,
দেখো; এবারের বই মেলায় পুরোনো সব রেকর্ড ভেঙ্গে ফেলবে,
চারদিকে কি রকম রবরব হট্টোগোল সৃষ্টি হয়ে যাবে,
সবাই তোমাকে বাহবা দেয়ার জন্যে হন্যে হয়ে খুঁজবে,
তোমার চরিত্র পড়ে রমনীরা তোমার দীক্ষ্যা নিতে ঘুরবে।
এই বই পড়ে জানতে পারবে, একটি নাবালিকা কিভাবে
হঠাৎ পরিপূর্ণ সাবালিকা হয়ে উঠে, একজন নারী কিভাবে
একটি রমনী রূপ ধারন করতে পারে। একজন রমনীর কাছে
ভালবাসার কত রূপ থাকতে পারে, একটি হৃদয়
কতভাবে বিলিয়ে দেয়া যায় যাকে তাকে।
এই বই থেকে আরও জানা যাবে, একটা সফেদ চিত্তের খোঁজে
কতগুলো মরদ বেডা ভৃত্য হয়ে ঘুরে দ্বারে দ্বারে।
তুমি শুধু সময় করে একবার এসে একটা অটোগ্রাফ দিয়ে যেও,
আমি ওই কপিটি লাইব্রেরিতে যত্ন করে তুলে রাখব।।