ঝলমলে আকাশে রক্তিম সূর্যটা নির্বাক চেয়ে আছে
মাথা উচু করে থাকা বৃক্ষগুলির চোখ লজ্জায় বন্ধ,
লালপাড় সাদাশাড়ি পরে ললনারা ছুটোছুটি করছে,
আর আমার দৃষ্টি তাদের নিতম্বকে গ্রাস করে যাচ্ছে।


এমন কতিথ এই সভ্য সমাজের বর্বর এক পুরুষ আমি।
পুরুষ! নাকি নারী খাদক বলবো আমাকে?
আমার মা বোন স্ত্রী বা কোন প্রেমীকা নেই; বর্বর
নারী খাদকের কোন মা বোন স্ত্রী বা প্রেমীকা থাকেনা।


আমি রাবন হয়ে এখনও সীতাদের
অগ্নি পরীক্ষা দেখে অট্ট হাসি,
দ্রৌপদীর বস্ত্রহরন এখনও আমায় সুখ দেয়,
তাইতো টেনে হিছড়ে ছিড়ে বক্ষ দেখতে চাই।


আমি অন্যায় দেখলে চোখ বন্ধ করে থাকি, কারন
আমি কাপুরুষ, প্রতিবাদ করার সাহস আমার নেই।
আমি যৌনতাকে পেশা হিসেবে বেছে নিয়েছি,
যাতে লোকারন্যে নারী খেলায় মেতে থাকতে পারি।


পেশি শক্তি দেখানোর জন্য আমি নারীকে বেছে নিয়েছি,
আমি নারীদের যোনিতে বুটের লাথি মারতে দ্বিধা করিনা,
আমি ভুলে গেছি; এই পথ দিয়ে একদিন সমস্ত শরিরে
সাদা স্রাব মেখে চিৎকার করতে করতে এসেছিলাম।


আমি আদিমপুরুষ হয়ে লোকালয়ে পুরুষাঙ্গের প্রদর্শন করি,
প্রেম বিনিময় করে রমনীদের কাছে পেতে চাইনা; কারন
রুদ্রের ধর্ষিতার কাতর চিৎকার আমাকে আজও আনন্দ দেয়।
"আজি নববর্ষের প্রথম প্রহরে পুরুষ হিসেবে এই আমার পরিচয়।"