আকাশে অনেক মেঘ জমেছে
মেঘে মেঘে কালো গর্জন পূবে ও পশ্চিমে
গাণিতিক প্রেমে বৃষ্টি নেমেছে ভিজছে স্বদেশ অন্ধকারে
স্বভাব নয় তবু থমকে আছে নদীগুলো ঘরে ঘরে বর্ধিত পাথরে


ঘোষিত বৃষ্টিতে অসহায় রক্তের দাগ মানুষের চোখে
ক্ষয়ে গেছে মানুষের ভাগ


মেরুখুঁটিতে আজ বাঁধা চিরন্তন হৃদয় সমুদ্রপৃষ্ঠে
ভাসছে নষ্ট সময় বারুদের চোখে যথেচ্ছা বিস্ফোরণ
সভ্যতার আস্ফালন পৃথিবীর রাষ্ট্রে রাষ্ট্রে
রাষ্ট্রযন্ত্র মাথা বোঝে এখনো বোঝে না জলের মন


তবু তোমার জন্য কবিতা সমুদ্রে গভীর তলদেশে
কবির হৃদয় সন্তরণ