এমন একটা পৃথিবী চাই
গাছ কাটলে মিছিল হবে।


এমন একটা নদী চাই
ভালবাসা জল হবে।


এমন একটা সমাজ চাই,
মন ভাঙলে সভা হবে।


এমন একটা গ্রাম চাই
ছোট্ট একটা স্বর্গ হবে।


এমন একটা ঘর চাই
ছাদ মমতার হবে।


এমন একটা কক্ষ চাই
মায়া দেয়াল হবে।


এমন একটা জমি চাই
সুখ শান্তি চাষ হবে।


এমন একটা বাগান চাই
ফুলে ফলে ভরে যাবে।


এমন একটা সকাল চাই
পাখিরা গান শোনাবে।


এমন একটা সন্ধ্যা চাই
আউলা বাতাসে চুল উড়বে।


এমন একটা মানুষ চাই
মানবতা আঁকড়ে রাখবে।