আমি চিলেকোঠার ছোট্ট গল্প
যে গল্পে রয়েছে প্রেম, বিরহ; বেদনা,
আমি ভালবাসার বড় গল্প;
যে গল্পে ছিলো সুখ, দুঃখ ; কামনা।


আমি স্বপ্নচূড়ার ছোট্ট একটি গল্প
যে গল্পে ছিলো দুটো হৃদয়ের প্রতিশ্রুতি,
আমি হৃদয় ভাঙা বড় একটি গল্প;
যে গল্পের স্বপ্নচূড়ায় অসংখ্য ভঙ স্মৃতি।


আমি প্রাণহীন ছোট্ট একটি শোপিস
যে শোপিসে প্রাণ নেই, চারদিকে গ্লাস,
আমি অবলা, বোকাসোকা; বাঙালী নারী
ক্ষনে ক্ষনে বাঁচি মরি, যেনো জীবন্ত লাশ।


আমি তোমার গানের ছোট্ট কলি
যে কলিতে লুকানো হাজারো গান,
আমি শহরের ছোট্ট কৃষ্ণচূড়া
যে কৃষ্ণচূড়া মানে বড় প্রেম বাগান।


তুমি তোমার আনন্দে মত্ত মাতাল
বুঝবে কি করে চাওয়া থেকে পাওয়া
খেয়াল করছোনা তুমি বিন্দুমাত্র
তিলেতিলে আমার হারিয়ে যাওয়া।