এখনো অভিমান করে থাকবে?
এখনো কথা না বলে থাকবে?
তোমার অভিমান আমাকে
কতোটা কষ্ট দেয়-
তা জানো? জানো না!
জানলে অভিমান করে থাকতে'না!
জানলে কথা না বলে থাকতে'না!
জানো প্রিয়তমা-
এখন আর রাত পার হতে চায় না
এখন আর চোখে ঘুম আসতে চায়'না
কখন সকাল হবে-
কখন সূর্য উঠবে-
কখন তোমার সাথে কথা হবে!
কখন তোমার সাথে দেখা হবে!
কখন তোমার হাতের ছোঁয়া পাবো!
কখন তোমার পাশে বসবো
এসব ভাবতে ভাবতে দিন চলে যায়
তুমি-ই আমার গোটা দুনিয়া,
তুমি আমার মসজিদ, মন্দির, দরবার।


অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না?
তা তো আর ইচ্ছে করে করিনি!
কি কারনে তা তো বলেছি
প্লিজ আর এভাবে,
ইচ্ছে করে-
অভিমান করে থেকো না।
জানি, কিছু ভুলের ক্ষমা হয় না
তার পরেও ক্ষমা চাইছি,
ক্ষমার চেয়ে আমার কাছে;
ভালোবাসা মূল্য অনেক বেশি।


তাই তো শত রাগ-
অভিমানের পরেও,
তোমাকে ছেড়ে যেতে পারিনি;
দুজনে রাগ করে আলাদা হলে কি?
দুজনে ভালো থাকতে পারবো?
পারবো না....কারন-
দুজনের হৃদয় যে বহু বছর আগেই
এক সুতোয় বাঁধা হয়ে গেছে,
রাগ অভিমানের কারনে;
দুজনে আলাদা হয়ে যেতে পারিনা।


তার পরেও যদি তুমি
আমায় একা ফেলে যতে চাও,
যেতে পারো....!
আমি আর বাঁধা দে'বোনা;
আমি তোমাকে আটকে রাখবো'না।


কিন্তু শুনে নিও প্রিয় মন দিয়ে
তোমাকে ছেড়ে আমি-
একা একা বাঁচতে পারবো'না!
কখনো একা যেতে পারবো'না!
তোমাকে ছেড়ে গেলে
তোমাকে রেখে গেলে
তোমাকে ভুলে গেলে
জীবনটা থেমে যাবে
জীবন'টা হেরে যাবে
ভালবাসা নিস্তব্ধ, নিস্তেজ হয়ে যাবে
ও হ্যাঁ এ কথা গুলো প্রযোজ্য
শুধু আমার বেলায় না-
তোমার বেলায়ও ঘটবে
কখনো হয়তো স্বীকার করবে'না।


এই কথা গুলো না হয়
আমাকে এবং আমার প্রেমকে
গলাটিপে, শ্বাসরুদ্ধ করে; হত্যার পর
তুমি মিলিয়ে নিও-
তুমি খুঁজে নিও বিস্তার
আজ বলে গেলাম!
আজ যা রেখে গেলাম!
এ কথা গুলো একটু ভুল ছিল না।