মাকড়সার বাসা
কোথায়?
আমার মাথায়!
আমি ঠিক করে দেবো!
না ঠিক হবে না!
কেনো? কেনো?
জন্ম থেকে তো!
সমস্যা নেই ঠিক হবে!
ঠিক না হলে তোমার,
এই চুল গুলো আমার!
তোমার যা যন্ত্রণা বা ভালো না লাগা;
সব আমার, সব আমার!
দেবে কি?
না দিবো না!
কিছুই দিবেনা আমায়?
আচ্ছা দিতে হবেনা আমায়;
আমাকে তবে ঘৃণা দিও,
অবহেলা দিও হৃদয় থিকা!
এটা আঁকড়ে থাকতে চাই
তোমার মনের চারপাশে!
ঘৃণা কিভাবে দিবো?
সেটা করার মতো কাজ তো করেন নি!
তবে কি ভালবাসার কাজ করেছি কখনো?
উত্তর দাও!
হ্যাঁ করেছেন!
তবে কি ভালবাসা পেয়েছি কখনো?
খুব চালাক আপনি!
তাই? কিরকম চালাক?
এই যে ঘুরিয়ে প্যাচিয়ে কথা বলছেন!
জানেন যে এটা হবে না!
হুম জানি হবেনা,
আমি কি বলেছি আমাকে প্রেম দাও?  
আমাকে ভালবাসা দাও!
আমাকে মন দাও!
না তা বলিনি! বলিনি!
জিজ্ঞাসা করেছি মাত্র!
ভালবাসার কাজ করেছি কখনো?
তাহলে ভালোবাসা পেয়েছেন!
হুম হয়তো পেয়েছি!
নয়তো কেউ কারও সাথেই;
কখনো কথা বলতাম না!
এ ভালবাসা রইলো, থাকবে;
জনম জনম ভালো থেকো সারাজীবন।