পৃথিবী'টা অজুহাতময় হয় গেছে
সবাই ছেড়ে যাওয়ার অজুহাত খুজে,
সবাই ভুলে যাওয়ার অজুহাত খুঁজে;
সবাই হারিয়ে যাওয়ার অজুহাত খুজে।
কেউ থেকে যাওয়ার অজুহাত খুঁজে'না
কেউ মনে রাখার অজুহাত খুজে'না,
কেউ ফিরে আসার অজুহাত খুঁজে'না;
কেউ মনে রাখার সমাধান খুজে'না।


হ্যাঁ অজুহাত দিলে তা হয়তো-
ফেরত আসবে কোন না কোন ভাবে,
অযুহাত যেদিন ক্লান্ত শরীরে
ভীষণ ভাবে তারাহুরো করে
তাদের কাছে ফিরে যাবে;
মানুষ সেদিন-ই বুঝতে পারবে-
তার কি কি ভুল ছিলো
তার কি কি জেদ ছিলো।


জানি, কথা বলতে মন না চাইলে
জোর করে বলানো যায় না ,
লাইনে আসতে না চাইলে ;
জোর করা আনা যায় না।
দিনের পর দিন অজুহাত দিয়ে
কাউকে বিশ্বাস করানো যায়'না,
হয়তো বোকা বানানো সম্ভব;
বিশ্বাস নষ্ট করা সম্ভব না।


তবে আমি যে বিশ্বাস দিয়েছি
যে আশা রেখেছি-
তা অজুহাত দিয়ে চালানো অসম্ভব,
ভালবাসা বাঁচে বিশ্বাসে;
ভালবাসা বাড়ে নিশ্বাসে।


অজুহাত খুঁজে কোন লাভ নেই
দোষ ধরে কোন ফায়দা নেই,
চোখ বুঝলে অন্ধকার;
চোখ খুললে আলো।
ভালবাসার পবিত্রতায়
থাকা যায় জনম জনম,
একই ইচ্ছে, একই ধ্যান;
যদি থাকে দুজনের প্রার্থনায়।


কেউ কেউ আবার-
অযুহাত খোঁজে না,
শুধু খোঁজে অন্ধ ভাবে;
ভালোবাসার মানুষটিকে।
মনেপ্রাণে চায় প্রিয়মুখ
চায় প্রিয়জনের স্মৃতি,
চায় প্রিয়জনকে পাশে রেখে;
আকঁড়ে ধরে একটু বাঁচতে।


যারা সত্য বলতে লজ্জা পায়
যাদের মনে দূর্বলতা রয়েছে,
তারা'ই; শুধু তারাই -
বোকার মতো করে;
কথায় কথায় অহেতুক-
মিথ্যে অযুহাত দেয়।


হ্যাঁ একদিন সব অজুহাত
শেষ হয়ে যাবে,
একদিন সকল মিথ্যে বলা
সত্য হয়ে উঠবে
একদিন সকল লুকোচুরি
বাস্তবিকতা হয়ে উঠবে
যারা অজুহাতে মিশ্রিত
তাদের মন থেকে মুছে যাবে,
ছলনা, অজুহাত, মিথ্যে
তাদের কাছেই ফিরে যাবে
সবুজ ভালবাসার সতেজ নিশ্বাস
আমি সেই অপেক্ষায় রইলাম
ভীষণ অপেক্ষায় রইলাম।