একতরফা প্রেমেই শুধুমাত্র স্থায়ীভাবে টিকে থাকে
ভালোবাসার পবিত্রতম, বিশুদ্ধতম অনুভূতিগুলো-
দু'দিক থেকে পাওয়া ভালোবাসায়,
বিশুদ্ধতায় ভরা থাকেনা,
একতরফা ভালোবাসায় কোন পাপবোধ থাকেনা ,
পাশে বসে হাত ছুঁয়ে মন ছুঁয়ার চাহিদা থাকেনা।
একতরফা ভালোবাসায় থাকে,
এক বুক পবিত্র ভালোবাসা,
হয়তো কখনো দুই বুক ভালোবাসা হয়না!
যা হওয়ার সব কল্পনাতেই হয়!
বাস্তবে রূপ নেয়ার মতো সুযোগটা হয়ে উঠেনা।


প্রেমের মধ্যে যে পাপবোধ খুঁজে পায়,
সে প্রেমের অযোগ্য, প্রেমের অধিকার তার নেই!
একতরফা ভালোবাসায় চাওয়া পাওয়া নেই  
নেই কোন বাহানা, নেই কোন প্রশ্ন!
একতরফা ভালোবাসার প্রকৃত মানে
উত্তরের অপেক্ষায় বসে না থাকা।


পৃথিবীর সুন্দর তম ব্যাপার হলো প্রেমে পরা,
অসুন্দর তম ব্যাপার হলো জেনে যাওয়া যে;
আমি আর কোনো দিন কারো প্রেমে পরবো না!
একতরফা ভালোবাসায় কোন কমিটমেন্ট নেই ,
নেই কোন একে অপরের প্রতি দায়বন্ধন।


একতরফা ভালোবাসায় কাক ডাকা ভোর থেকে,
রাতের তারা নিবে যাওয়ার আগ পর্যন্ত;
ভালোবাসার নামটা কালেমার মত জপে যাওয়া।
একতরফায় যতটা পবিত্রতা থাকে,
দুতরফায় ততটা পবিত্রতা পাওয়া দুস্কর
বেঁচে থাকুক একতরফা প্রেমিক প্রেমিকারা !