মেঘনার কুলে উদাসী বাউল
বেধেঁছে নতুন সূর
শুব্রতা মাখা কাশফুলে তার
ছেয়ে গেছে বহুদূর ।
নীল গগনে চাঁদ উঠেছে
শ্বেত তরুণীর সাঁজে ,
শতশত ডিঙি ভাসছে দেখে
রুপালী ইলিশের খোঁজে ।
রাখাল বালক গোচারণ থেকে
ছুটছে  ধবলী নিয়ে
আবাসের খোঁজে ছুটছে সবাই
শালিখ-শ্যামা-টিয়ে ।
দূরান্ত হাতে আগাত বলাকারা
খেয়ালী স্নিগ্ধ জলে
বঙ্গের বিহঙ্গরা অতিথির সাজে
উড়ে যায় পালক  মেলে ।
আমি এক পথ হারা পথিক
জানিনা;যাব কোন পথে ?
চেনা মানুষগুলো লাগছে অচেনা
কে নেবে আমারে সাথে
fb: sonnetsanto@gmail.com