মেয়েটি সালোয়ার কামিজ পড়া
মেকআপ ছাড়া সাদাসিধে
চোখ দুটো জয় করেছে মুহূর্তেই
চোখ যেন সরাতে পারছি নাহ
মায়াবী মেয়েটির চোখ থেকে
ওই চোখে যেন যাদু আছে
যতো দেখছি ততোই
চেয়ে থাকতেই ইচ্ছে জাগছে
ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে
তারপরও ক্যান আমরা
কেউ কাউকে দীর্ঘদিন পছন্দ করি নাহ?


আজই প্রথম দেখছি নাহ
কত যুগযুগান্তরের পরিচিত সে 
ছবিতেও কি প্রাণবন্ত
জীবন্ত মনে হচ্ছে মেয়েটিকে
গায়ের রং শ্যামা
পরনের সালোয়ার কমিজ
অনেক ভদ্র একটি মেয়ে
যাকে দেখামাত্র
চোখ বন্ধ করে বলা যায়
ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি।
এতো প্রেম এতো মায়ায় জড়িয়ে
একটা সময় আসে যখন আর
কেউ কাউকে দীর্ঘদিন পছন্দ করি নাহ।


লোকে বলে ভালোবাসা কোন
জাত-বেজাত, আকার-আকৃতি
উচু-নিচু, ধনী-গরীব, সাদা-কালো
জ্ঞানী-অজ্ঞানী,  ছোট-বড়
এহেন বিচার করে আসে নাহ
হ্যাঁ সত্যি ই আসে নাহ
ভালোবাসা সবসময় মুক্ত বলেই
কেউ কাউকে দীর্ঘদিন পছন্দ করে নাহ।


মানুষকে যখন তখন ভালোবাসতে পারি
ভালোবেসে মনে গড়তে পারি গোপন স্বর্গ
যে স্বর্গ কারো নজরে আসে নাহ
ভেবে ভেবে বহু কিছু করা যায়
বাঁধা দিতে পারেনা কেউ
মনে সাজানোগুছানো  
ভালোবাসার সাম্রাজ্যে
তারপরও একটা সময়
কেউ কাউকে দীর্ঘদিন পছন্দ করে নাহ।