মিথ্যে খোলসে অভিরাম
      চলবে জীবনবেদ                  (০৫.০৭.২০১৬)
আপনাকে রাখিবো একঘরে
       জড়াবো না বিভেদ।


দলে দলে ভাসবে মেঘেরা
      কাঁদবো আড়ালে
অন্ধকারে গা ভিজাবো
     হাসবো হারালে।


চোঁখের জলে, কুপি জ্বালাবো
     কেরোসিনের অভাবে
জল শেষে লাল আলোয়
    সলতা যাবে নিবে।


ভাবনা গুলো  দিবো ছুটি
      উড়বো পাবনে
ক্ষনে ক্ষনে পুড়বো চিতায়
       খুব যতনে।


মনুষ্য নই, পিঁপড়ে আমি
      বর্নিল বারান্দায়
গলা টিপে মারতে পারিস
     চোঁখের ইশারায়।


মিথ্যে সুখের গল্প আমি
     সত্য মৃত গোপন
পাঁছার মধ্যে লাত্থি মেরে
    মুখে বলিস আপন।
facebook: sonnetsanto