তোমার রূপ শরাবের পেয়ালা
আমাকে শরাব দাও,
পান করে উদগ্রীব হই,
আমি মাতাল প্রেমিক, নেশাগ্রস্ত ভূত!
তোমায় দেখতে প্রতি দিন সন্ধা বেলায়,
তেঁতুল গাছের মগঢালে বসে থাকি!
তুমি উকি দাও! তুমি হাসি দাও!
তুমি কাছে এসে প্রাণ জুরিয়ে দাও,
আমার শার্টের বোতাম খুলে দাও
মন্ত্রতন্ত্র পড়ে আমার বুকে
একশত একটা ফুঁ দাও!
না না পাঁচশত ফুঁ দাও!
কাজ না হলে ফের আবার,
শুকনো মরিচ পুড়িয়ে, মুড়িয়ে,  
নাকের কাছে এনে দাও,
অথবা কাঁচা সরষে পড়া দাও,
মনের ভূত তাড়িয়ে দাও!
প্রেমের ভূত তাড়াতে না পারলে,
বুকে জড়িয়ে নাও, শত লোকের মাঝে
শক্ত করে, ইচ্ছে মতো
বুকে আটকে রাখো,
তোমার মনে বল আছে যদ্দুর।


তোমার কুঁকড়ানো চুল গুচ্ছে
ছুঁয়ে দিতে চাই আমার সুচারু আঙুল,
ছড়িয়ে ছিটিয়ে পড়ুক,
আমার মুখে, চোখে!
তোমার সুগন্ধি কালো চুল!
আমায় লেপ্টে রাখো কাদা মাটির মতো,
তোমার দেহ থেকে দেহে!
অন্তরে থেকে বাহিরে!
সাদা কালো চোখ
লাল হয়ে আসতে দাও
আমাকে নেতিয়ে দাও,
পলকে-পলকে, মায়াবী চাহনিতে!
ঠান্ডা করে দাও, সরীসৃপের মতো!
বরফ টুকরো গলে পরতে দাও
আমাকে চাপড়ে ধরো!
আমাকে ঝাপ্টে ধরো!
তোমার হাতে, তোমার বুকে,
শক্তি আছে যদ্দুর।


আমি বিস্ময়কর, তুমি যাদুকর
যাদুর বাক্স আমার হাতে দাও,
মুহূর্তেই চোখের পলকে করে দাও,
ইস্পাত, লৌহ, হীরের মত শক্ত!
আবার,
মুহূর্তে ফুঁ দিয়ে করে দাও
বালির স্তম্ভের মতো ভঙ্গুর!
আমাকে তুমি আবার জীবিত করো,
তোমার বুকে মাথা পুঁতে রাখো,
হাত দুটো গালে স্পর্শ করো,
নিখুঁত ভালোবাসা দাও!
আমায় গুটিয়ে রাখো তোমার মগজে,
আমাকে রাখো, তোমার ডানে-বামে,
গভীর নিমগ্নে চুমো দাও ঠোঁটে!
আমার হাত আটকে রেখো,
তোমার মোলায়েম কোমরে,
তোমার রাজ্যে সময় আছে যদ্দুর।