আমার যেনো মৃত্যু না হয়
সূর্য ওঠার আগে,
রাতের মরন, দিনে দিও
যেনো দেখতে পাই তাকে।  


আমার যেন দুঃখ না থাকে
প্রতিটা সকালে,
মহাকাল যেন হাসতে পারি;
বন্ধি দেয়ালে।


আমার যেন ঘুম না আসে
দুই নয়নের কোনে,
প্রিয়জনের বুকে মাথা রাখিলে;
লক্ষ কোটি নির্জনে।


আমার যেন হাসি না থামে
শত কষ্ট বিলাসে,
হাসি ছাড়া মানুষ পাথরে;
হাসি কম কিসে?


আমি যেন কাউকে না ঠকাই
আমার জন্মই ঠকার জন্য,
আজীবন ঠকেই যাবো;
তবুও মানুষ হোক ধন্য।

আমি যেন মানুষকে দেখি
দেখি মানুষের ভেতর,  
তেমনি যেনো আমার ভেতর;
খুঁজে পাই লটরপটর।


আমি যেন মরিয়া না হই
খুঁজে খুঁজে স্মৃতি,
সব স্মৃতি মুছে ফেলে;
খুঁজি ম্যাচুরিটি।


আমি যেন বুঝতে পারি
হারিয়ে গেলে যা খুঁজে পাওযা সম্ভব,
বদলে গেলে ঠিক তাকেই আবার;
খুঁজে পাওয়া অসম্ভব।


আমি যেন আকাশের মতো  
শুন্য হতে পারি,
তেমনি আবার সমুদ্রের মতো;  
পূর্ণতাও হতে পারে।


আমার যেন সারাজীবন
প্রেম থাকে এক বুক,
প্রিয়জনকে কাছে টেনে;
দিতে পারি সুখ।


আমি যেন নীল আকাশে
হতে পারি ঘুড়ি,
সুতো ছিড়ে তাকে যেন;
দেখতে আসতে পারি।


আমি যেন হাওয়ার সাথে
মেঘে মেঘে ভাসি
শেষ বেলায় বলতে দিও!
কেবল একটি কথা;
ভালোবাসি! ভালোবাসি!