তুই আমার নামাজে দাঁড়িয়ে সূরাহ পাঠ অনর্গল।
তুই আমার মোনাজাতে ঝরেপড়া দু'ফোঁটা জল
তুই আমার মন খারাপে লক্ষ বর্গমাইল জুড়ে হাসি!
তুই আমার কষ্টের মাঝে স্বপ্ন বুনার চাষি।
তুই আমার বৃষ্টি ভেজা, আবেগে ভেজা শরীর,
তুই আমার জলে ভাসা পদ্মের সাদা পাপড়ি।
তুই আমার, বুকে জমে থাকা শত অভিমান!
তুই আমার "পাশে আছি" ছোট্ট একটা লাইন।


তুই আমার মন খারাপে, ভালো থাকার গান
তুই আমার দুঃখ গোছা, ভালবাসার প্রাণ।    
তুই আমার হারিয়ে যাওয়া ছোট্ট বেলার স্মৃতি
তুই আমার কুড়িয়ে পাওয়া ভিন্ন ভিন্ন অতীত।
তুই আমার চায়ের কাপে গরম গরম ধুঁয়ো!
তুই আমার সকাল সকাল চায়ের কাপে চুমো।


তুই আমার কলিজার ভিতর রক্তে সঞ্চালন
তুই আমার দেহের ভিতর কলিজার টান।
তুই আমার চোখের জলে,
চোখ না ভেজার কারণ
তুই আমার বুকের ভেতর;
ভালবাসার অলংকরণ।
তুই আমার হৃদয় জুরে স্মৃতির হুড়োহুড়ি
তুই আমার ভালবাসার একটু বাড়াবাড়ি।


তুই আমার সকাল বেলার আড়মোড়া মোচড়
তুই আমার দুঃখে কেনা মস্ত কুঁড়েঘর।  
তুই আমার ঘুম জড়ানো আলাপে আলাপ
তুই আমার সংবিধানের প্রথম সংলাপ।
তুই আমার ছোট্ট মনে বিশাল বিকেল!
তুই আমার মনের ভিতর একেল সেকেল।
তুই আমার মৃত শহরের বেঁচে থাকার আশ্বাস!
তুই আমার ঘৃনার শহরে স্বস্তির নিঃশ্বাস।